স্পোর্টস ডেস্ক : শনিবার (৩ জুন) ভারতের মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন ঋতুরাজের ও উৎকর্ষা। এরপরে তাদের বিয়ের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উৎকর্ষা মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি একজন অলরাউন্ডার ছিলেন। ১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্ম নেওয়া উৎকর্ষা ক্রিকেট ছেড়ে এখন পুণের একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। কয়েক বছর আগে রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলেছিলেন উৎকর্ষা।
২০১৯ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় ঋতুরাজের। টুর্নামেন্টটিত এখন পর্যন্ত তিনি ১৩৫ স্ট্রাইক রেটের ওপরে ১ হাজার ৭৯৭ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/বিকাল ৫:০৮