বাদল আহাম্মদ খান .ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ উত্তর পাড়া গ্রামের অধিবাসী, মনিয়ন্দ ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযুদ্ধা মোঃ ইদ্রিস মিয়া বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হৃদরোগের আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আমির হোসেন’র পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি স্ত্রী সহ ৭ছেলে ও ৪মেয়ে রেখে গেছেন।
তার পরিবারের সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার মাগরিবের নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে বাড়িতে গেলে কিছুটা অস্বস্তি বোধ করায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার বাদ আসর মনিয়ন্দ উত্তরপাড়া শাহী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযুদ্ধা ইদ্রিস মিয়া কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী’র তত্ত্বাবধানে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। মরহুমের জানাজায়, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন, এলাকাবাসী সহ প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করে।
জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, আলী নেওয়াজ খান সহ অন্যরা।
কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/দুপুর ২:০৯