ডেস্ক নিউজ : দেশে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছেন এক দিনে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা ও ঢাকার বাইরে মোট ১৪১ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই সময়ে ডেঙ্গিতে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৭২ জন। চলতি বছর ডেঙ্গি রোগ থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৬৯ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৫২ এবং ঢাকার বাইরে ৬১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জন প্রাণ হারিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪