ডেস্ক নিউজ : হজে যাওয়ার আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মনোমালিন্য থাকলে, পারিবারিক কোনো হিসাব থাকলে মিটিয়ে নিন। ঋণ পরিশোধ করে যান হজ থেকে ফেরার সুযোগ নাও হতে পারে। শুধু হজযাত্রার শুরুতে নয়, সর্বদা সন্তান-সন্ততিদের ভালো কাজের ও সৎপথে থাকার উপদেশ দিন।
হজে গিয়ে ছবি তোলা কিংবা ভিডিও করা কাম্য নয়। যতটা বেশি সম্ভব মসজিদে হারাম কিংবা মসজিদে নববিতে সময় কাটান। বাকি সময়টুকু হোটেল রুমে বিশ্রামে থাকুন, টিভি দেখে, প্রবাসে থাকে বন্ধু কিংবা আত্মীয়দের ডেকে এনে গল্প-গুজব করে সময় নষ্ট করবেন না।
আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের কেউ অসুস্থ থাকলে তার জন্য হারাম শরিফে আলাদাভাবে দোয়া করুন, এমনকি সে যদি আপনার পূর্বে কোনো ক্ষতি বা মনোকষ্টও দিয়ে থাকে। মা-বাবার জন্য প্রাণভরে দোয়া করুন। দেশের জন্য দোয়া করুন।
কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:৫৫