ডেস্ক নিউজ : গুচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে সাইফুল্লাহ জাহান প্রিন্স (২০) নামের এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৩ জুন) পরীক্ষা শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেট দিয়ে অন্য পরীক্ষার্থীর প্রবেশপত্র জিম্মি করে কেন্দ্রে প্রবেশ করলে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক নিজেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রেমিকার সঙ্গে দেখা করতে অন্য শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে সে।
প্রিন্স রাজশাহীর তানোর উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। তার প্রেমিকা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল।
জানা যায়, প্রিন্স তার রুমমেট সাবিদ ও রবিনকে নিয়ে কেন্দ্রের সামনে এক শিক্ষার্থীর কাছ থেকে দশ মিনিটের জন্য তার এডমিট কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রবেশে করে প্রেমিকার সাথে দেখা করে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা শিক্ষক তাকে আটক করে।
আটক প্রিন্স জানায়, মামার সঙ্গে পরীক্ষা দিতে আসায় বাইরে প্রেমিকার সাথে দেখা করতে পারিনি। তাই বাধ্য হয়ে একজনকে অনুরোধ করে তার এডমিট কার্ড নিয়ে ভেতরে প্রবেশ করে দেখা করেছি। তার অন্য কোন উদ্দেশ্য ছিল না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, সে ভুল স্বীকার করেছে এবং লিখিত মুচলেকা দেওয়ার মাধ্যমে আমরা তাকে ছেড়ে দিয়েছি।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/বিকাল ৪:৩৮