আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৩৩ এবং আহতের সংখ্যা ৯০০ এর বেশি। এখনো ট্রেনের ভেতরে অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় তিনটি ট্রেনের ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইটে জানান, এই ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য ১০ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য ২ লাখ রুপি এবং দুর্ঘটনায় যারা সামান্য আহত হয়েছেন তাদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মদী ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্যের ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/দুপুর ১:৪৬