আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় দুই দশকের মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করবেন আহতদের সঙ্গেও।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার আগে শনিবার রেলওয়ে কর্মকর্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন মোদী। বৈঠুকে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
এনডিটিভি আরও জানায়, দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সব খোঁজ নিচ্ছেন তিনি।
কীভাবে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে সরকারের প্রধান হিসাবে ঘটনাস্থলে যাচ্ছেন মোদী।
স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিকে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ওড়িশায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/দুপুর ১:৪৩