স্পোর্টস ডেস্ক : দুদিন আগেই শেষ হয়েছে সৌদি প্রো লিগের মৌসুম। প্রথম মৌসুমে আল নাসরকে কোনো শিরোপা এনে দিতে পারেননি সিআর সেভেন। তবে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল দারুণ। ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল। তবে একটি বিষয় রোনালদোকে অবাক করেছে। সৌদি প্রো লিগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি অবাক হয়েছেন রমজান মাসে ক্লাবগুলোর অনুশীলন সময় দেখে।
সে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ইউরোপে আমরা সাধারণত অনুশীলন করি সকালে। এখানে অনুশীলন হয় বিকেলে বা সন্ধ্যায়, কিংবা রাতে। রমজান যখন শুরু হলো, আমাদের অনুশীলন ছিল রাত ১০টায়! খুবই অদ্ভুত ব্যাপার ছিল তা।’
তিনি আরও বলেন, ‘তবে এই ব্যাপারগুলো মানিয়ে নেয়ারই অংশ। সবই অভিজ্ঞতা ও স্মৃতি। এই মুহূর্তগুলোয় বেঁচে থাকতেই পছন্দ করি, কারণ সবকিছু থেকেই শেখার আছে। এসব কঠিন ছিল অবশ্যই, তবে এমন নয় যে আগে কখনও দেখিনি।’
এদিকে সৌদি প্রো লিগকে বেশ উপভোগ করছেন রোনালদো। আগামী মৌসুমে এই লিগেই খেলে যাওয়ার নিশ্চয়তা দিয়ে রোনালদো বলেন, ‘সৌদিতে ফুটবল সমর্থকদের নিয়ে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা, তারা ফুটবলকে সত্যিই ভালোবাসে এবং এখানকার জীবন আমি ভালোবাসি এবং এখনও পর্যন্ত খুবই খুশি আছি।’
প্রথম মৌসুমে অসাধারণ কিছু করতে না পারলেও আগামী মৌসুমে দলকে শিরোপার স্বাদ দিতে চান রোনালদো। সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার আশা একটু ভিন্ন ছিল। সত্যি বলতে, এই মৌসুমে কিছু একটা জিততে চেয়েছিলাম। তবে সবসময় তো আর চাওয়ার সঙ্গে পাওয়া মেলে না।
কখনও কখনও আবেগ, ধারাবাহিকতা ও অধ্যাবসায় দিয়ে সেরাটা অর্জন করে নিতে হয় আস্তে আস্তে। আমার বিশ্বাস, আগামী বছর আমরা আরও অনেক উন্নতি করব। আগামী মৌসুমে আবারও ইতিবাচক থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে চিত্র বদলাবে, আমরা আরও ভালো কিছু করব।’
কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ১:৩৫