আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ইং উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/সকাল ৯:২৫