নাসুমের ৩ উইকেটের পরও প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
১১৪
Time View
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩০ মে) তৃতীয় চারদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দিনভর দাপট দেখিয়ে প্রথম দিনে হওয়া ৮২ ওভারেই ৩২০ রান সংগ্রহ করেছে সফরকারী দলটি। তবে এদিন ৬টি উইকেটের পতন ঘটিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবীয়দের অলআউট করার স্বপ্ন দেখছে জাতীয় দলের একঝাঁক তারকাকে নিয়ে সাজানো স্বাগতিক দল।
এদিন শুরুটা অবশ্য আশা জাগানিয়াই হয়েছিল বাংলাদেশের। ক্যারিবীয়রা রানের খাতা খোলার আগেই বাংলাদেশকে উইকেট এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পরের ওভারেই আরও এক ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান মুশফিক হাসান। মাত্র এক রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আয় সফরকারীরা। তবে এই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
ত্যাগনারায়ণ চন্দরপল ধীরস্থির হয়ে খেললেও উইকেটে এসেই পাল্টা আক্রমণ করে বসেন অ্যালিক অ্যাথানজে। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তিনি। ৬৬ বলে ৫৯ রানের ওয়ানডে মেজাজের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তাকে ফেরান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে ততক্ষণে চাপ সামলে গতি পেয়ে গেছে ক্যারিবীয়দের ইনিংস।
৩ উইকেটে ৮৩ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ বড় রানের স্বপ্ন দেখতে থাকে চতুর্থ উইকেট জুটিতে ত্যাগনারায়ণ ও জশুয়া ডি সিলভার ব্যাটে। দুজনই হাঁকান অর্ধশতক। ওয়ানডে স্ট্যাইলে ৮২ রান করে নাসুমের বলে বোল্ড হয়ে যান জশুয়া। তাতে ভেঙে যায় ৩২.১ ওভার স্থায়ী ১৩২ রানের জুটি।
৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় দারুণ ইনিংসটি খেলেন জশুয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট পায় বাংলাদেশ। ১৬০ বলে ৮৩ রানের ইনিংস খেলে মুশফিকের বলে আউট হন ত্যাগনারায়ণ। তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ১টি ছক্কা। এরপর নাসুম শিকার করেন টেভিন ইমলাচের উইকেটটি। ২১ বলে ১০ রান করা ইমলাচকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন এই বাঁহাতি।
২৬০ রানে ষষ্ঠ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে রেইমন রেইফার ও কেভিন সিনক্লেয়ারের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে। ৯০ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন রেইফার, ৫২ বলে ২২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন সিনক্লেয়ার। বাংলাদেশের পক্ষে নাসুম ৩টি ও মুশফিক ২টি উইকেট শিকার করেছেন। বাকি উইকেটটি শরিফুলের।