স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ক্রিকেট সিরিজ শেষেই শুরু হয় আইপিএল। অসিদের বিপক্ষে টানা তিন ম্যাচে শূণ্য রানে আউট হন সূর্যকুমার যাদব। অফ ফর্মের সেই ধারাবাহিকতা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও। তবু অধিনায়ক রোহিত শর্মা আস্থা হারাননি। ভরসা রেখেছেন, সূর্যও ঘুরে দাঁড়িয়ে দিয়েছেন আস্থার প্রতিদান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ দশেও উঠে এসেছেন তিনি।
আজ নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের দিন মুম্বাইয়ের কাছে। একটু পর তারা আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে লাখনৌ সুপার জায়ান্টের। সেই ম্যাচে যে জিতবে সে নিশ্চিত করবে কোয়ালিফায়ার ২ ম্যাচ। আর যে হারবে, সেই ছিটকে টুর্নামেন্টের এবারের আসর থেকে।
আইপিএলের চলতি আসরে নিজের হারানো ফর্ম যেন ফিরে পেয়েছেন সূর্য। প্রথম তিন ম্যাচে ১৫, ১ ও ০ রানের বেশি করতে পারেননি। তবে অফ ফর্ম থেকে বেরিয়ে পেয়েছেন রানের দেখা। খেলেছেন চারটি অর্ধশতক ও একটি শতরানের ইনিংস। তাতে ৫১১ রান সংগ্রহ করে এখন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অষ্টম স্থানের অবস্থান করছেন।
প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেদিন তিনি ৫৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। তবে গত ১২ মে গুজরাট টাইটানসের বিপক্ষে ছিলেন বিধ্বংসী। সেদিন ১০৩ রানের একটি ইনিংস খেলেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।
অথচ টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচেই তিনি খুলতে পারেননি রানের খাতা। কিভাবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন? এমন প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক বিষয়। তিনি কি কৌশলে পরিবর্তন এনেছেন? নাকি অন্য কোনো উপায়ে? এ নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।
ভক্তদের কৌতুহল মিটিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে সূর্য বলেছিলেন, ‘আমি কিছুই পরিবর্তন করিনি। আমি শুধু নিজের ভালো ইনিংসগুলো দেখছিলাম। সেখানে কিভাবে ভালো করেছিলাম। সেটাই আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমি এটাই ধরে রাখার চেষ্টা করছি এবং কাজ করছি। অনুশীলনেও সময় দিচ্ছি। এরই মাঝে পরিবার এবং সতীর্থদের সঙ্গেও সময় কাটাচ্ছি। নেটে আমি ভালোই করছিলাম, তাই জানতাম সুদিন ফিরবেই।’
কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/রাত ৯:৩৮