আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি দেশ হিসেবে রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে, বাড়ছে জাতীয় গর্ব’। মঙ্গলবার (২৩ মে) রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, ‘এই মুহূর্তে রাশিয়া এক কঠিন সময় পাড়ি দিচ্ছে। বিষয়গুলো কখনও সহজ ছিল না, তবুও আজ আমরা আমাদের জাতীয় অহংকার তীব্র করার সাথে সাথে এক অভিন্ন ঐক্যের মুহূর্ত দেখতে পাচ্ছি’।
পুতিন আরও বলেন, ‘আমরা অনেক বেশি স্বাবলম্বী হয়েছি। স্বয়ংসম্পূর্ণতা ছাড়া সার্বভৌমত্ব থাকতে পারে না। শিল্প, বিজ্ঞান এবং অবশ্যই সামরিক ক্ষেত্রেও এই স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হচ্ছে’।
সূত্র: তাস
কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৪