জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বাণিজ্যিক (প্রফেশনাল মাস্টার্স) কোর্স বন্ধ করার দাবিতে আজ ২২ মে(২০২৩) ইং সোমবার গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। আইন অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরাফাত সাদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক সামি আব্দুল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদিক ও আইন বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিয়াদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ এর সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী।
সমাবেশ থেকে বক্তারা বলেন,
“আইন বিভাগের বাণিজ্যিক কোর্স চালু করার সিদ্ধান্ত শাসকশ্রেণির শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় আজকে জনগণের স্বার্থে পরিচালিত না হয়ে সনদ বিক্রির দোকানে পরিণত হয়েছে। একদিকে নিয়মিত ব্যাচের আসন সংখ্যা কমিয়ে শিক্ষাকে করা হচ্ছে সংকোচিত, অপর দিকে এ ধরণের বাণিজ্যিক কোর্স চালু করার মধ্য দিয়ে শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যকে ভূলন্ঠিত করার পায়তারা চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রণীত বিশ বছর মেয়াদি কৌশলপত্র অনুযায়ী রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর যে নীতি শাসকশ্রেণি গ্রহণ করেছিল, তারই অংশ হিসেবে আজকে বিভিন্ন বিভাগে এই ধরনের বানিজ্যিক কোর্স চালু করা হচ্ছে” ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে আইন অনুষদে সদ্য চালু হওয়া বাণিজ্যিক কোর্স বন্ধসহ সকল বিভাগে চলমান বাণিজ্যিক কোর্সগুলো বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা বানিজ্যিকীকরণ-শিক্ষা সংকোচনের যেকোনো নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৮:৫৫