আন্তর্জাতিক ডেস্ক : সরকার বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ২০১১ সালে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক যুগ। অবশেষে গত ৭ মে কয়েকটি শর্তের বিনিময়ে দেশটিকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।
বুধবারের বৈঠকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরব ঐক্যের আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। তিনি বলেন, ‘আমাদের দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অবশ্যই নতুন উপায় খুঁজে বের করতে হবে।’বৈঠকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ সুদানের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবদমান পক্ষগুলোকে যুদ্ধবিরতিতে আনতে সৌদি আরবের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি।
এ সময় স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের সমর্থন করার প্রচেষ্টাকে দ্বিগুণ করার আহ্বান জানান আত্তাফ। পাশাপাশি ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতায় আলজেরিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
আগামী ১৯ মে জেদ্দায় শুরু হবে আরব লীগের শীর্ষ সম্মেলন। চলতি সপ্তাহের শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৮:৩৩