স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারজুড়ে দুর্দান্ত সব মাইলফলকের জন্য শিরোনাম হয়েছেন অসংখ্যবার। অনেকবার আবার বিতর্কিত বিষয়ও আলোচনায় এনেছে সিআরসেভেনকে। সেই বিতর্কিত ঘটনার তালিকায় আরও একটি ঘটনা জুড়ে দিলেন গতকাল (১৮ এপ্রিল) রাতে। মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের মুখোমুখি হয় আল নাসের। ম্যাচে ২-০ গোলে আল হিলালের কাছে হেরেছে রোনালদোর দল। তাতে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে দলটি। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোর দল।
মাত্র কয়েকদিন আগে, রোনালদোর সঙ্গে সম্পর্কের ওঠাপড়ার কারণে বরখাস্ত হয়েছিলেন নাসরের কোচ রুডি গার্সিয়া। তবে সুবিধার সবটুকু নিয়েও দলকে জেতাতে পারেননি পর্তুগিজ স্ট্রাইকার। পুরো ম্যাচেই একপ্রকার নিষ্প্রভ ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
গোল না পেলেও এই ম্যাচে নেতিবাচক বিষয়ের জন্য আলোচনায় এসেছেন রোনালদো। দ্বিতীয়ার্ধে হিলালের এক খেলোয়াড়কে ফাউল করা নিয়ে মূলত এই ঘটনা। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৫৭ মিনিটে বেশ বাজেভাবে ফাউলটি করেন তারকা এই ফুটবলার। আর সেই ভিডিওটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, ফুটবল ছেড়ে রেসলিংয়ে বেশ মনোযোগী এখন রোনালদো!
ম্যাচের কোনো এক পরিস্থিতিতে হেড করতে গিয়েছিলেন রোনালদো এবং হিলালের ওই খেলোয়াড়। বল মাটিতে পড়ার অনেক আগেই রোনালদোকে দেখা যায় প্রতিপক্ষকে জাপটে ধরে মাটিতে ফেলে দিতে। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে দ্বিতীয়বার ভাবেননি। অবশ্য হলুদ কার্ড দেখানোই যথেষ্ট কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
অনেকেই ধারণা করছেন, ম্যাচে বাজে পারফরম্যান্সের হতাশা থেকে এমনটা করেছেন রোনালদো। আবার অনেকেই ভাবছেন, মাঠে দর্শকদের ‘মেসি, মেসি…’ গর্জনে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে ঠিক যে কারণেই এমনটা করে থাকুন না কেন, রোনালদোর এই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না ফুটবল বোদ্ধারা।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০