ডেস্ক নিউজ : আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণ বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী জানান, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের নর্থ অ্যান্টার্কটিক ল্যান্ড হতে উত্তর- পূর্ব দিকে দক্ষিণ ভারত মহাসাগরে গ্রহণ শুরু হবে ৬টা ৩৮ মিনিট ২৪ সেকেন্ডে। ফ্রান্সের আলফ্রেড ফাউরে বন্দর হতে উত্তর- পূর্ব দিকে দক্ষিণ ভারত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৬টা ৫১ মিনিট ৩৬ সেকেন্ডে।
পূর্ব তিমুরের সুয়াই শহর হতে দক্ষিণ-পূর্ব দিকে তিমুর সাগরে সর্ব্বোচ্চ গ্রহণ শুরু হবে ১২টা ৩৯ মিনিট ৫৪ সেকেন্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওল্যান্ড দ্বীপ হতে উত্তর-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১টা ১ মিনিট ২৪ সেকেন্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল আইল্যান্ড হতে পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে গ্রহণ শেষ হবে ১৯টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪