স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে একটি কফিশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সে সময়ে লিটন দাসকে নিয়ে কথা বলেন তিনি। সাকিব বলেন, ‘লিটন যদি নিজের মতো করে খেলতে পারে, তাহলে সফলতা পাওয়ার সুযোগ রয়েছে। আইপিএলে চাপ নিয়ে খেলা যাবে না। ও যদি সুযোগ পায়, তাহলে আমি বলব খেলাটা উপভোগ করতে। তাহলেই সফলতা পাওয়া যাবে।’
এ বছর আইপিএলের ১৬তম আসরে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন লিটন। আর মুস্তাফিজ খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে সাকিব কলকাতায় ডাক পেলেও চলতি আসরে না খেলার সিদ্ধান্ত নেন। এ দিকে দিল্লির চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেও এখনও মাঠে নামার সুযোগ হয়নি লিটনের। আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল। সে ম্যাচে লিটন খেলার সুযোগ পাবেন কি-না, সেটি সময়ের অপেক্ষা মাত্র।
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩৩