স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বাবর আজমের অধিনাকত্ব নিয়ে টালমাটাল অবস্থা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে। অবশেষে এ ব্যাপারে বিস্ফোরক এক তথ্য জানালেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে শহীদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিল পিসিবি। দায়িত্ব পাওয়ার আগেই নির্বাচক কমিটি থেকে দাবি ছিল অধিনায়কের পদ থেকে বাবর আজমকে সরিয়ে দেয়ার। পাকিস্তানি এক ইউটিউব চ্যানেলে এমনই এক মন্তব্য করেন পিসিবি-বস।
তবে নির্বাচক কমিটির কথা তখন কানে তোলেননি পিসিবি-বস। তার মতে, বাবরই পাকিস্তানের অধিনায়কের জন্য সর্বোত্তম। যতদিন পারফরম্যান্স থাকবে বাবরই থাকবে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে। শেঠি বলেন, ‘বাবর যতদিন দলের সফলতা নিয়ে আসবে, ততদিন সে-ই থাকবে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে। তবে দলের সফলতা না এলে মানুষ তখন প্রশ্ন তুলবে। বাবর আমার কাছে এসেছিল।
আমি তাকে বলেছি নিউজিল্যান্ড সিরিজে সে-ই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব করবে।’উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল লাহোরে বাবরের নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৯