স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি জীবনে ব্যাট হাতে দারুণ সব কীর্তি গড়া মোহাম্মদ ইউসুফের কিছু রেকর্ড টিকে আছে এখনও। পাকিস্তানের হয়ে টেস্টে চতুর্থ ও ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির দুটি বিশ্বরেকর্ডই ইউসুফের দখলে।
পাকিস্তানের এই ব্যাটিং গ্রেটের বিশ্বাস, তার সব অর্জন ছাপিয়ে যাওয়ার সামর্থ্য আছে বাবর আজমের। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ জানালেন, উত্তরসূরির কাছে রেকর্ড হারালে খুশিই হবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই সমানতালে দুর্দান্ত খেলছেন পাকিস্তান অধিনায়ক বাবর।
গত বছর তার হাতেই উঠেছে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। বাবরের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ইউসুফ, বাবর আজমের অসাধারণ পারফরম্যান্স তাকে এই যুগে পাকিস্তানের সেরা ক্রিকেটারে পরিণত করেছে। বিশ্বের শীর্ষ চার ক্রিকেটারের একজন সে। তার অবিশ্বাস্য বৈশ্বিক অর্জনগুলোই তার হয়ে কথা বলে। পাকিস্তানের কোনো খেলোয়াড় আমার রেকর্ড ভাঙলে খুশি হব। অসাধারণ দক্ষতার কারণে আমার বিশ্বাস, বাবরই আমার রেকর্ড ভাঙতে পারে।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৪