স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও লিটন দাসকে আইপিএলের চলতি ১৬তম আসরে খেলানোর জন্য অনেক চেষ্টা করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাকিব-লিটনের জন্য বিসিবির কাছে কেকেআরের পক্ষ থেকে বিশেষ প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবপত্র নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইপিএলের এবারের আসর শুরু হয় ৩১ মার্চ। এ দিন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় বাংলাদেশ দলের। ৪ এপ্রিল ঢাকায় শুরু হয় একমাত্র টেস্ট। শেষ হয় ৭ এপ্রিল। ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। জাতীয় দলে খেলার জন্য আইপিএলকে না বলে দেন সাকিব।
সাকিব-লিটনের জন্য বিসিবির কাছে কেকেআর প্রস্তাব দিয়েছিল- লিটন দেশের হয়ে টেস্ট খেলুক, সাকিব আইপিএলের শুরু থেকে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএল খেলতে যাবে। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাবে আর লিটন কেকেআরের হয়ে খেলবে। আয়ারল্যান্ড সিরিজ শেষ হলে সাকিব আবার চলে আসবে কলকাতায়। তাহলে দুই পক্ষের সমস্যাই মিটে যাবে।
কিন্তু কেকেআরের এ প্রস্তাব রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৬