আন্তর্জাতিক ডেস্ক : সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকা, বাণিজ্য ও জলবায়ুসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর সম্পর্কের টানাপোড়নের মধ্যেই বুধবার চীন সফর শুরু করেন ফরাসি প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন।
তিন দিনের এ সফরে বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। চীনা প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। বৈঠকে উপস্থিত থাকবেন ইইউ প্রধান ফন ডার লিয়েনও। আল জাজিরার প্রতিবেদন মতে, সফরে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে ৫০ জন ব্যবসায়ীর বিশাল একটা প্রতিনিধি দল। তবে ইউক্রেন বিষয়ে চীনা নেতার সঙ্গে তিনি ও তার প্রধান সফরসঙ্গী ফন ডার লিয়েন কী আলোচনা করেন সেটার ওপরই নজর থাকবে সবার।
চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চীন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তারা। ২০১৯ সালের পর ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় চীন সফর এটি। আর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে ফন ডার লাইয়েনের এটিই প্রথম চীন সফর। একই সঙ্গে দুই ইউরোপীয় নেতার এ সফর চীনের প্রতি অঞ্চলটির সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৫