ডেস্ক নিউজ : মেহেরপুর সীমান্তে ৪০ হাজার ইউএস ডলার বা ৪৩ লাখ টাকা ফেলে পালিয়েছে পাচারকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব ডলার উদ্ধার করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেহেরপুর জেলা সীমান্তের বাড়িবাঁকা মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১১৬/৫ এস হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অজ্ঞাত দুই ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি করে ডলারগুলো উদ্ধার হয়। মেহেরপুর থানায় মামলা করে ট্রেজারি অফিসে ডলার জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ১০:৩২