স্পোর্টস ডেস্ক : প্রতিটি এল ক্লাসিকোর আলাদা গল্প থাকে। আজ ন্যু ক্যাম্পে ‘ব্লকবাস্টার’ আরেকটা এল ক্লাসিকোর গল্পটা হতে পারে শিরোপার গতিপথ নির্ধারণের। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে ৯ পয়েন্টে। আজ জিতলে ব্যবধান বেড়ে হবে ১২, যা হতে পারে ২০১৯ সালের পর লা লিগা পুনরুদ্ধারে কাতালানদের বড় একটা পদক্ষেপ। রিয়াল জিতলে ব্যবধান কমে হবে ৬ পয়েন্ট। সেরকম কিছু হলে তা শিরোপা ধরে রাখার লড়াইয়ে অক্সিজেন জোগাবে কার্লো আনচেলোত্তির দলকে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকা নেই দুই দলে। তার পরও এল ক্লাসিকোর আবেদন চিরকাল একই রকম। উত্তেজনা, উন্মাদনা, জীবন বাজি রেখে খেলা—কিছুই বদলায়নি। বার্সেলোনার নতুন প্রাণভোমরা রবার্ত লেভানদোস্কি স্মরণ করিয়ে দিলেন সেটা, ‘ক্লাব ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো, কারণ সবচেয়ে বেশি দর্শক দেখে এই ম্যাচটা। যখন বার্সায় আসিনি তখন অন্যদের মতো আমিও আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম ম্যাচটার জন্য। এখন আমি এল ক্লাসিকোর অংশ, যা আমার জন্য বিশেষ কিছু।’
বার্সায় যোগ দিয়ে লা লিগার ২১ ম্যাচে লেভানদোস্কি করেছেন ১৫ গোল ও ৫টি অ্যাসিস্ট। আজকের এল ক্লাসিকোয় তাঁর এমন ছন্দই চাইবেন কাতালান ভক্তরা। সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারানো ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছিলেন লেভানদোস্কি, এল ক্লাসিকোয় যা তাঁর একমাত্র গোল। সেই ম্যাচে মাঝমাঠে জাদু দেখানো পেদ্রিকে অবশ্য আজ ইনজুরির জন্য পাচ্ছে না বার্সা। অনিশ্চিত উসমান দেম্বেলের খেলাও। তাই রিয়ালের চ্যালেঞ্জ সামলানো সহজ হবে না তাদের।
বার্সার মাঠ হলেও ন্যু ক্যাম্পে ২০১৯ সালের পর হারেনি রিয়াল মাদ্রিদ। এখানে লা লিগায় ২০২০ সালে রিয়াল জিতেছিল ৩-১ আর ২০২১ সালে ২-১ গোলে। এই মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতেও রিয়াল জিতেছে ৩-১ ব্যবধানে। ম্যাচটা অক্টোবরে হলেও এর পর থেকে রক্ষণে বার্সা এতটা উন্নতি করেছে যে মনে হতে পারে এটা এক যুগ আগের ঘটনা! পুরো লা লিগায় কেবল ৮ গোল হজম করেছে তারা। রিয়ালের জালে সমান ম্যাচে বল জড়িয়েছে ১৯ বার। তবে লা লিগায় সবচেয়ে বেশি ৫০ গোল করেছে রিয়ালই। আজকের ম্যাচটা তাই বেনজিমা, ভিনিসিয়ুস, আসেনসিওদের সঙ্গে স্টেগেন, কুন্দে, আরউহোদের লড়াই। শেষ হাসিটা হাসবে কে?
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০০