আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পের পর স্থানীয় কর্মকর্তারা আফটারশক ও কিছু জায়গায় সম্ভ্যব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছেন। দেশটির মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরোর পাহাড়ি সোনার খনির প্রদেশের মারাগুসান পৌরসভা থেকে কয়েক কিলোমিটার দূরে এ ‘অগভীর’ ভূমিকম্প আঘাত হানে।
মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপিন্সে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মারাগুসান দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের একজন কর্মী বলেছেন, ভূমিকম্পের প্রভাবে জাতীয় মহাসড়কে কোনো ভূমিধসের ঘটনা ঘটেছে কি না এখন সেটি খতিয়ে দেখছেন তারা। একজন পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং তার পরে আফটারশক হয়েছিল।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:৩৩