জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের এর আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির, সদ্য সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২জানুয়ারি) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া।
দোয়া মাহফিলে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কোরআন খতম ও দোয়া মাহফিলে এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সাবেক খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো.হানিফ হাওলাদার, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকোট মালেক মিন্টু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাবেক মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো.হাসানুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.নুরুল আলম রানা,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেন, বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি। তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের অবদান উপেক্ষা করে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধের দিন ঘোষণার অপচেষ্টা চালিয়েছিল, যা কখনোই গ্রহণযোগ্য নয়।তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না—১৯৭১-ই আমাদের গর্ব, আমাদের শক্তি এবং আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।”নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবরণ সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তার নেতৃত্ব ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।