শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেনের পিতা আনছার আলী ড্রাইভার ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৭ছেলে, ৬মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আনছার আলী ড্রাইভার উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের পিতা।
মরহুমের ছেলে উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনে জানান তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। অসুস্থ্য অবস্থায় তিনি ১১ জানুয়ারী সোমবার বেলা ১১টার সময় উলাশীর খাজুরা গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন।
তিনি জানান সোমবার বাদ আসর নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার পিতাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতীক ও সামাজিক বও সুধীবৃন্দ নউপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০