বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহ: অধ্যাপক (আরবি) মাওঃ আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে শিয়াদেও উদ্দেশ্যে বিরূপ বক্তব্য দিয়েছিলেন মাও: শরীফুল ইসলাম ভূইয়া (নূরী)। মাহফিলে শেষে তার এক ভাগ্নের সাথে মোটরসাইকেলে চড়ে ফেরার পথে একদল শিয়াপন্থী হামলা করে। তখন চিৎকারে কারণে আশ-পাশে থেকে মানুষ চলে আসলে হামলাকারীরা পালিযে যায়। পরে সেখান থেকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।তিনি আরো জানান, এ ব্যাপারে গতকাল রোববার শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জোহরের আগে নামাযের আগে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান তারা।
এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল জানান, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণেপূর্ব পরিকল্পনা করে এমন হামলা করা । আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মাওঃ শরীফুল ইসলাম ইসলাম পন্থী আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রাখায় বাড়ি ফেরার পথে তাকে হামলা করেছে এমন খবর শুনেছি। তবে উনার পক্ষে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয় নি। তবে আমি তাদের স্বজনদের সাথে যোগযোগ করে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি। তারা বলেছিলেন, বক্তা শরীফুল ইসলাম ভূইয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ফিরে অভিযোগ দেওয়া কথাটি জানিয়েছিলেন।
কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৮:২৫