স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে হাজির হন হাথুরুসিংহে। এ সময় চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। গত কয়েকদিনে আমরা খুব কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়েরা যেভাবে অনুশীলন করেছে, তাতে আমি খুব খুশি। আমি মনে করি, আমরা খেলার জন্য পূর্ণভাবে প্রস্তুত।’
গত কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেট সিনিয়র খেলোয়াড়দের ওপরে নির্ভর করে আসছে। সম্প্রতি করেকজন তরুণ ক্রিকেটার ভালো করছেন। এ বিষয়ে হাথুরু বলেন, ‘তারা যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি ভালো। বিশেষ করে, সকলেই কঠোর পরিশ্রম করছে। এটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তরুণরা জানে, কীভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। তারা দলের গুরুত্বটা বুঝতে পারে।’
সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে হাথুরু বলেন, ‘সে সারাবিশ্বে ক্রিকেট খেলে। সে নিজেকে ভালোভাবে বুঝতে পারে। জরুরি কারণে তাকে দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছি, সে ঠিক আছে কিনা। সে জানিয়েছে, ভালো আছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে একটু দেরি হয়েছে। তবে পরে এসে সে নিজেকে প্রস্তুত করে তুলেছে।’
মুস্তাফিজের বিষয়ে কোচ বলেন, ‘সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে যখন তার ফর্মে থাকে, তখন দল অনেক ভালো করে। ভারত সিরিজে সে খুব ভালো করেছে। প্রয়োজনের মুহূর্তে সে খুব ভালো করতে পারে। সুতরাং আমরা চাচ্ছি তাকে ভালোভাবে এই সিরিজে ব্যবহার করতে।’
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০