স্পোর্টস ডেস্ক : রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটিতে ২-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিল তারকা ক্যাসেমিরো। দ্বিতীয় গোলটিকে নিউক্যাসল ডিফেন্ডার স্ভেন বোটম্যানের আত্মঘাতী গোল বলা হয়েছিল। তবে পরে জানা যায়, সেটি মার্কাস রাশফোর্ডেরই গোল।
এদিকে এই গোলের কারণে চলতি মৌসুমে ২৫ গোলের মালিক হলেন ইউনাইটেডের এই ফরোয়ার্ড। আর কাতার বিশ্বকাপের পরে ১৯ ম্যাচ খেলে ১৭টি গোল পেলেন রাশফোর্ড। লিগ কাপের ফাইনাল ওই ম্যাচে ৩২ মিনিটে মেলে প্রথম গোলের দেখা। নিউক্যাসলের ডি-বক্সের বাইরে বাঁ প্রান্তে ফ্রি কিক পায় ম্যানইউ। সেই সুযোগটিই কাজে লাগায় রেড ডেভিলরা। বাঁ পায়ের শট নেন লুক শ। আর ডি-বক্সের মধ্যে ক্রস থেকে হেড করেন ক্যাসেমিরো। তাতেই লিড পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
গোল হজম করে সেটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল শিবির। কিন্তু উল্টো আরও একটি গোল হজম করে বসে ম্যাগপাইরা। ম্যাচের ৩৮ মিনিটে আক্রমণ শাণিয়ে প্রতিপক্ষ শিবিরে ঢুকে পড়েন ম্যানইউ খেলোয়াড় ওয়েঘর্স্ট। সে সময়ে ডি-বক্সের সামনে থেকে ওয়েঘর্স্ট বল বাড়ান সতীর্থ মার্কাস রাশফোর্ডের উদ্দেশ্যে। বল পেয়েই গোলমুখে শট নেন রাশফোর্ড। আর তাতেই ২-০ গোলের লিড পায় ইউনাইটেড। শেষ পর্যন্ত এই স্কোর নিয়েই শিরোপা জয় করেন টেন হ্যাগের শিষ্যরা।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৫