মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ১৯৯ দশমিক ২০ পয়েন্টে, যা গত কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৭ দশমিক ১১ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ দশমিক ৩৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ২১৮ দশমিক ৭৭ পয়েন্টে। এটি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ দশমিক ০৩ পয়েন্ট।

এ ছাড়া  সোমবার ডিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে রোববার (২৬ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ১৮২ দশমিক ০৯ পয়েন্ট। ডিএসইএস সূচক ছিল ১ হাজার ৩৫০ দশমিক ৭৯ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক ছিল ২ হাজার ২১৪ দশমিক ৭৪ পয়েন্ট।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ৩২ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে ছিল বিএসসি। এ ছাড়া জেনেক্স, সি পার্ল, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, মুন্নু এগ্রো, জেমেনি সি ফুড, ইন্ট্রাকো ও আলহাজ টেক্সটাইল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়। এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও বেড়েছে লেনদেন। সোমবার লেনদেন হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা শেয়ার। গত কার্যদিবস রোববার ৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ দশমিক ৭৪ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ২৯১ দশমিক ২৮ পয়েন্টে ও ১০ হাজার ৯৭০ দশমিক ১০ পয়েন্টে।

আর সিএসআই সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ দশমিক ৬৩ পয়েন্টে। বেড়েছে সিএসই-৫০ সূচকও।  সূচকটি শূন্য দশমিক শূন্য ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসইতে ১৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৪০টি ও অপরিবর্তিত রয়েছে ৭০টির কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit