রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ।২৭শে ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এ সময় মেসার্স ডি.কে ব্রিকস নামক ইটভাটাকে ৫ লাখ এবং মেসার্স এ.ডি ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম অভিযানে নেতৃত্ব প্রদান করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান- ই-মোবারক ।রাজারহাট থানা পুলিশের একদল সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, দূষণ রোধে ছাড়পত্রবিহীন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮