স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, য়্যুভেন্তাসের হয়ে আলো ছড়ানো রোনালদো থিতু হয়েছেন মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের ফুটবল লিগেও আলো ছড়ানো শুরু করেছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। বিয়ে না করলেও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে সুখেই আছেন তিনি। কিন্তু এবার বুঝি তার সুখের সংসারে আগুন লাগে!
চিলির একটি ক্লাবের মালিক শাভেজ একাধারে মডেল। অভিনেত্রী ও গায়িকা। তার একবার ইচ্ছা হয়েছিল রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর। সে ইচ্ছা থেকে তিনি অল্প দিনের জন্য সম্পর্ক গড়ে তুলেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে।
তবে রোনালদো-জর্জিনার সুখের সংসারে আগুন লাগাতে চান না বলেও জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, রোনালদো ও তার মধ্যে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না। এবং তাদের দুজনের মধ্যে যা হয়েছে তাতে রোনালদোর জর্জিনাকে ঠকানোর কোনো প্রশ্নও আসে না।
তার দাবি যে মিথ্যা বলে কেউ উড়িয়ে দিতে পারবে না, তা-ও জানিয়েছেন শাভেজ। তার কাছে সে ঘটনার ভিডিও আছে বলে টুইটারে জানিয়েছেন তিনি। তবে রোনালদোর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে সে ভিডিও প্রকাশ করবেন না বলেও জানিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৮