শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিবেকানন্দ ভারতবর্ষের যুবসমাজকে জাগ্রত করতে কাজ করে গেছেন। তিনি যুবকদের বলেছেন- ‘দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালবাস। দরিদ, অজ্ঞতা ও নিপীড়িত মানুষের ব্যথা প্রাণে প্রাণে অনুভব করতে বলেছেন। অশিক্ষা ও অজ্ঞতা জাতিকে অনগ্রসর করে। এবিষয় উপলব্ধি করে স্বামীবিবেকানন্দ নিরক্ষর অসহায় মানুষের মধ্যে জ্ঞানের আলোক জ্বালতে আজীবন করেছেন। তিনি বিবেকানন্দের মত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহবান জানান।সিলেটের বিভাগীয় কমিশনার গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের ৪ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার ২য় দিনে ‘স্বামী বিবেকানন্দ ও যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এর স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে উপাধ্যক্ষ (অবঃ) সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও দীপন তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবি সিলেটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়। আলোচনায় অংশ গ্রহণ করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, প্রকৌশলী সুধময় দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম কার্যকরী কমিটির সদস্য পান্না লাল রায়।
রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন রানা কুমার সিন্হা, বিজন রায়, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, সমরেন্দ্র বিশ্বাস ও অশোক আচার্য্য প্রমুখ।এর আগে বুধবার বেলা ১১টায় রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, দক্ষিণ সুরমার পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। দুপুর সাড়ে ১২টায় কবিরতœ মণি নাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকেল ৪টায় বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের প্রাক্তন ছাত্রবৃন্দের পরিবেশনায় ভজন সঙ্গীত। বিকেল ৫টায় অনিমেষ বিজয় চৌধুরী সিলেটের পরিচালনায় গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৭