খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : মায়ের ভাষায় কথা বলার আনন্দ উপভোগের জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকার রাজপথে অকাতরে প্রাণ দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ জাতি বাংলা ভাষায় কথা বলতে পারে। ৫২’র ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন।দিবসের শুরুতে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয় । সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকরি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ১০টায় শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি এবং শিশু বিকাশ প্রাক-প্রাথমিক শিশুদের ছড়া পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুবিধামত সময়ে ভাষা শহিদদের আত্মার শান্তি ও জাতীয় অগ্রগতি কামনায় মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বিকাল ৩টায় শহিদ মিনার চত্বরে শিশু ও কিশোরদের অংশগ্রহনে দেশত্ববোধক গান, দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যা ৬টায় জেলা তথ্য অফিসের আয়োজনে চৌরঙ্গী এলাকায় চলচিত্র প্রদর্শনী ও শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালসহ বিভিন্ন দপ্তর প্রধান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীয় ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.৪৫