শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা শহরের প্রাণ কেন্দ্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যাবস্থার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এম.এন. ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারী দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে ফিতা কেটে বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার।
সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সমাজসেবক এবং চিশতীনগর দরবার শরীফের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীরজাদা সৈয়দ গোলাম মুরসালিন। বিষেশ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন. সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজুল ইসলাম, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুল আজিজ সিকদার, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান ও শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলন মো. জাহাঙ্গীর মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শ্রেণিকক্ষ সাজানো হয়েছে। পাঠদানের জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষকমন্ডলী নিয়োগ দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষ থেকেই পাঠ সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রাইভেটের কোন প্রয়োজন হয় না। শিক্ষার্থীদের খেলাধুলা ও চিত্তবিনদনের প্রতি বিশেষ খেয়াল রাখা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী দৃষ্টিনন্দন ইউনিফর্ম রাখা হয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। অনুষ্ঠান পরিচালনাসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক মানিক মোল্যা।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৪