রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু কর্তৃক কুড়িগ্রাম প্রেসক্লাবে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বেআইনি ও সম্মান হানিকর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এম.এ মতিন।
সোমবার ২০ ফেব্রুয়ারি দুপুরে উলিপুর বণিক সমিতি কার্যালয়ে উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, পাঁচ শতাধিক দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন – উলিপুর পৌর সভার মেয়র মামুন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য গবা পান্ডে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু প্রমূখ।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এম.এ মতিন বলেন, গত ১৭/০২/২০২৩ইং তারিখে কুড়িগ্রাম প্রেসক্লাবে উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে যে চক্রান্তমূলক এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যের উপযুক্ত প্রমাণাদি না দিলে তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৭/০২/২০২৩ইং তারিখ কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও কিছু মুক্তিযোদ্ধা এমপি মতিন ও তার ভাই ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তোলেন এবং মুক্তিযোদ্ধা গেজেট থেকে তাদের নাম বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে। এরই প্রেক্ষিতে আজ ২০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এম.এ মতিন উলিপুর বণিক সমিতিতে প্রতিবাদী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৪