শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌরসভাধিন নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে সকাল ১০ টায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেছবা আহমেদ এমবিই’কে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবজার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেছবাহ আহমদ এমবিই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন, মাষ্টার ফখর উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিকা দাস, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, অভিভাবক মহিলা সদস্য কুলসুমা বেগম, অভিভাবক মহিলা সদস্য রুবিনা বেগম, সুহানা আক্তার, ছফর উদ্দিন, মঈন উদ্দিন সহ অভিভাব, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে মেছবাহ আহমদ এমবিই’র সৌজন্যে ১০০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিক্ষার্থীদের চকলেট বিতরণ করা হয়। নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেসবা আহমদ এমবিই, যুক্তরাজ্যে কমিউনিটির সেবা, ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলায় অসামান্য অবদানের জন্য নতুন বছরে বৃটেনের রাজা কর্তৃক এমবিই খেতাব অর্জন করায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মেছবাহ আহমদ এমবিই তার বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি মাত্র বিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি। আর সেটি হলো এ বিদ্যালয়। ছোটবেলায় আমি এ বিদ্যালয়ে কিছু দিন পড়ালেখা করেছি। যখনই আমি অতীতের কথা ভাবি, তখনই অনেক স্মৃতি ফিরে আসে। এ বিদ্যালয়ের কিছু স্মৃতি অবিস্মরণীয়। তিনি বলেন, আমি এ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়নে যা করা প্রয়োজন তা বাস্তবায়ন করতে সহযোগিতা করবো। অনুষ্ঠানে মেছবাহ আহমদ এমবিই ও বিদ্যালয়ের সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৮