শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, ছয় ঋতুর বাংলাদেশে বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুটতে শুরু করে। প্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে। বসন্ত বরণে ধর্ম বর্ণ, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। বসন্ত বরণ অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির সার্বজনীন উৎসব।
তিনি গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে সিলেট নূপুর সংগীতালয় আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট নূপুর সংগীতালয়ের পরিচালক কন্ঠ শিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও শিল্পী প্রিয়াঙ্কা দাস এর উপস্থাপনায় বসন্ত বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও সংগীত পরিবেশন করেন গীতিকার কবি এম এ কাশেম সরকার, কবি প্রিনসেস হেনা, কবি জসিম উদ্দিন, কবি বাহার উদ্দিন, শিল্পী চক্রবর্তী, জনি সরকার, সুপ্রিয়া দেব, সুমাইয়া আক্তার, স্বর্ণা রায়, জুবের আহমদ সার্জন, মঞ্জিল শাহ প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৮