স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চোটের কারণে সিরিজের প্রথম দুই টেস্টে না থাকলেও শেষ দুই টেস্টে রাখা হয়েছে জসপ্রিত বুমরাহকে।
কিন্তু নাগপুর টেস্টের মাঝ পথেই জানা গেলো, বুমরাহ ফিট আছেন। কিন্তু এখনই তাকে টেস্ট খেলাতে চায়না ম্যানেজমেন্ট।
অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাকে খেলানোর ঝুঁকি নিতে চায় না।
বুমরাহ এখন স্পোর্টস বিজ্ঞানের প্রধান নিতিন পটেলের তত্ত্বাবধানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।
বুমরাহ সম্পর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক দিন ধরে এনসিএতে পুরো দমে বল করছেন বুমরাহ। বোলিং করতে তার কোনো অসুবিধা হচ্ছে না। এটা ভারতীয় দলের জন্য দারুণ খবর। কিন্তু তাকে এখনই টেস্ট ম্যাচে খেলানোর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না।
কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৩৭