শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নগরীর মীরেরময়দাস্থ সিলেট কমার্স কলেজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ উচ্ছাস করেছে। ১৯ টি এ প্লাস নিয়ে ১শ ৯জন শিক্ষার্থীর মধ্যে ১শ ৯জনই উত্তীর্ণ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে।সিলেট কমার্স কলেজে (৮ ফেব্রুয়ারি) বুধবার এইচএসসির ফলাফল ঘোষনার পরপরই আনন্দ উচ্ছাসে মেতে উঠে ক্যাম্পাস।
সিলেট কমার্স কলেজের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি বলেন, সেদিন হয়তো আর বেশি দূর নয়, যেদিন এই কলেজের শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করে দেশের সেবায় আত্মনিয়োগ করবে।
কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০০