স্পোর্টস ডেস্ক : এ মুহূর্তে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে দলটি। খুলনা টাইগার্সের বিপক্ষের এ ম্যাচটি ছিল বিপিএলের নবম আসরে সিলেটের প্রথম পর্বের শেষ ম্যাচ। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পেয়েছে মাশরাফীর দল।
বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি করে ১১৩ রান। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০