আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দৈনিক “যুগান্তর” পত্রিকা দুই যুগে পদার্পণ উপলক্ষে দোয়া মিলাদ ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১২ টায় আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়াম হলরুমে এই সব কর্মসূচির আয়োজন করা হয়। যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠুর আয়োজনে শুরুতেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে কেক কাটার আয়োজন করা হয়।
প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খানের উপস্থিতিতে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন। এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমের কর্মীরা।