স্পোর্টস ডেস্ক : এদিকে বাংলাদেশ ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট সময়ের আগেই আসতে পারেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজের জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। টাইগারদের হেড কোচ নিয়োগ জটিলতা শেষ হয়েছে আগেই। এবার প্রশ্ন: কে হচ্ছেন সহকারী কোচ। যদিও বাংলার ক্রিকেটে এই পদটা দেখা যায় কালেভদ্রে। সবশেষ যেখানে দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন-খালেদ মাহমুদ সুজনরা।
এবারও চন্ডিকা হাথুরুসিংহের ডেপুটি হিসেবে দেখা যেতে পারে একজন বাংলাদেশিকেই। সূত্রের খবর সে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত আফতাব আহমেদ। শুধু ঘরোয়া ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্জাইজি লিগেও দারুণ দক্ষতায় দলকে পরিচালিত করছেন আফতাব। এ বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের ওমরাহ করতে যাওয়ার আগে এ নিয়ে অপারেশন্সকে সবুজ সংকেতও দিয়ে গেছেন টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।
মার্চে শুরু হচ্ছে বিসিবি এইচপি ইউনিটের কার্যক্রম। আয়ারল্যান্ড সিরিজ শেষে যেখানে যোগ দেয়ার কথা টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের। তেমনটা হলে দু-এক সিরিজে ব্যাটিং কোচ হিসেবে আফতাবের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বিসিবি। এদিকে বিসিবিতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের। মূলত হাতুরুর চাওয়াতেই নাকি তার সঙ্গে আলাপ করছে বোর্ড। তবে আপাতত এইচপি ইউনিটের সঙ্গে কাজ করার কথা তার।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আসার জন্য ইতোমধ্যে ভিসার আবেদন করেছেন। তা পেয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই টাইগার ডেরায় যোগ দেবেন তিনি। হাথুরু দেশে আসার পরই নাকি ঘোষণা করা হবে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল। ১৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বিপিএলের নবম আসর। তবে ইংল্যান্ড সিরিজের জন্য বিশ্রামের খুব একটা সময় পাচ্ছেন না স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ২৩ ফেব্রুয়ারি থেকে এই সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।
কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০