মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে শীতার্ত ছিন্নমুল মানুষকে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। ছিন্নমুল এসব মানুষ কম্বল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।রবিবার ৫ ফেব্রুয়ারি হলোখানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে ও কুড়িগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে চরাঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক ছিন্নমুল মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল তুলে দেন-কুড়িগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিনী রেশমিন জান্নাত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নাজিয়া আফরোজ, সহ-সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মিনী মমতাজ সিদ্দিক ফারহানা, কুড়িগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।

কুড়িগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিনী রেশমিন জান্নাত, আগত ছিন্নমুল নারীদেরকে পুরুষের পাশাপাশি সংসারের উন্নতি ও নিজেদেরকে স্বাবলম্বী করতে গবাদি পশু পালন ও কারিগরি প্রশিক্ষণের পরামর্শ দেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit