আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আব্দুল্লাহ সামি কালালেহ (২৬)। খবর: আলজাজিরা’র।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই যুবক নিহত হন বলে জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য তাদের সদস্যদের ওপর ‘হামলা’র কথা বলেছে।
কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০