শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা লালাবাজারে স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত ১ম চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট কাপের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় অগ্রণী যুব সংঘ টেংরা কে ১গোলে হারিয়ে জয়লাভ ভাই ব্রাদার্স স্পোর্টস শিবগঞ্জ ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার গ্রহণ করেণ শিবগঞ্জ টিমের শাওন ও ১ম চেয়ারম্যান ফুটবল কাপে প্রথম গোল করায় থাকে নগদ অর্থ প্রদান করেন যুক্তরাজ্য নিউক্যাসল প্রবাসী পয়েজ উদ্দিন এলেন এসময় উপস্থিত ছিলেন ৬ নং লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন,১ নং ওয়ার্ডের মেম্মার বেলাল আহমদ,২ নং ওয়ার্ডের মেম্বার মুক্তার আহমদ,৪ নং ওয়ার্ডের মেম্বার ইসহাক আহমদ,৫ নং ওয়ার্ডের মেম্বার লুকমান আহমদ,লালাবাজার ইউনিয়ন ক্রীড়াচক্রের সভাপতি তোফায়েল আহমদ রুনামসহ সকল সদস্যবৃন্দ ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০