স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে গোল করেন মার্কো আসেনসিও ও ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের ৫৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় লস ব্লাঙ্কোসরা। বেনজেমার পাস ধরে প্রায় মাঝমাঠ থেকেই দ্রুতগতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢোকেন ভিনিসিউস। সেখান থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান ব্রাজিল তারকা। ম্যাচের একপর্যায়ে ভিনিকে লাথি মেরে বসেন গ্যাব্রিয়েল পাউলিস্তা। তাতে লাল কার্ড দেখতে হয় তাকে।
ম্যাচের ৭১ মিনিটে এডুয়ার্দো কামাভিঙ্গার থেকে বল পেয়ে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ঢোকার চেষ্টা করেন ভিনিসিউস। তখন পাশ থেকে এসে ভিনির দুই পায়ে লাথি মেরে মাটিতে ফেলে দেন পাউলিস্তা। সঙ্গে সঙ্গে রেফারি এসে পাউলিস্তাকে লাল কার্ড দেখান। কার্ড দেখে মাঠ থেকে বের হওয়ার সময় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের সঙ্গে তর্কও করেন পাউলিস্তা। যেন তখন ব্রাজিল-ব্রাজিল যুদ্ধ চলছিল লা লিগার ম্যাচে।
ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোলের দেয়া পায় লস ব্লাঙ্কোসরা। বেনজেমার পাস ডি-বক্সের বাইরে পেয়ে বুলেট গতির কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন আসেনসিও। বল ফেরানোর কোনো সুযোগই পাননি মামারদাশভিলি। বরং তিনি প্রস্তুত ছিলেন না ডি-বক্সের বাইরে থেকে এমন শটের জন্য।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে এ জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে টেবিলে পয়েন্ট ব্যবধান কিছুটা ঘুচিয়ে এনেছে রিয়াল। ১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫০