ডেস্ক নিউজ : বায়ুর মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছুটির দিন শুক্রবারও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। বিশ্বের নগরগুলোর মধ্যে আজ যদিও ঢাকার অবস্থান ৭। চলতি বছরের প্রথম মাস জানুয়ারি সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে একিউআইয়ে ঢাকার স্কোর ১৭৭। আজ একই সময়ে এ তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের শহর করাচি মুম্বাই (২২৯)। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। ১৫০ থেকে এর মধ্যে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়, একিউআই স্কোর ২০০ ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ তালিকায় ২১১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর; ১৮৬ নিয়ে তৃতীয় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এরপর চতুর্থ স্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কোর ১৮১ এবং পঞ্ঝম স্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটারের স্কোর ১৮১।
মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:১৮