বিনোদন ডেস্ক : দীপিকা নতুন চমক দেয়ার এ ছবির নাম ‘প্রজেক্ট কে’। দক্ষিণী এ ছবিটিতে দীপিকার সঙ্গে রুপালি পর্দায় দেখা যাবে বিগ বি অমিতাভ বচন এবং বলিউডের বাহুবলিখ্যাত দক্ষিণী ফিল্মের জনপ্রিয় নায়ক প্রভাসকে। খুব শিগগিরই নতুন সিনেমা ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে ফিরতে চলেছেন দীপিকা পাড়ুকোন। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত নতুন এ সিনেমাটি ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির পথেই হাঁটবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা।
পরিচালক নাগ অশ্বিনের স্বপ্নের ছবি ‘প্রজেক্ট কে’। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতাদের দাবি, চিত্রনাট্যের স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এ ছবি। প্রথম ভাগে প্রাধান্য পাবে ছবির চরিত্র ও তাদের দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের ওপরই বেশি জোর দেবেন নির্মাতারা। ভারতীয় সিনেমার ইতিহাসে গত ৫০ বছরে এমন ছবি হয়নি, দাবি ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ’-এর।
দুভাগে সিনেমাটি নির্মিত হলেও ছবির শুটিংয়ে সময়ের মধ্যে বিরতি রাখবেন না ছবির নির্মাতারা। চিত্রনাট্যের প্রবহমানতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতা। এক বছরের মধ্যে ছবির সব কাজ শেষ হলে প্রথম ভাগ মুক্তির কয়েক মাসের ব্যবধানেই মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’। এ ক্ষেত্রে তারকা পরিচালক মণি রত্নমের ‘পিএস-১’ ও ‘পিএস-২’-এর দেখানো পথে হাঁটতে চান পরিচালক নাগ অশ্বিন।
হিন্দি ও তেলুগু দুই ভাষাতেই ছবির শুটিং চলছে। অমিতাভ, প্রভাস আর দীপিকা ছাড়াও নতুন এ ছবিতে অন্যতম চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকেও। সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী বছর এপ্রিল নাগাদ মুক্তি পাবে নতুন চমক দেয়ার সিনেমা ‘প্রজেক্ট কে’।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪