স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার কিম্বার্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। অধিনায়ক জস বাটলার ও ডেভিড মালান শতক হাঁকিয়ে ইংলিশদের শক্তিশালী অবস্থানে রেখেছেন।
ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো ছিল না ইংল্যান্ডের। লুঙ্গি এনগিদির বোলিং তোপে মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারিয়েছিল তারা। জেসন রয় ১, বেন ডাকেট শূন্য ও হ্যারি ব্রুক ৬ রানে সাজঘরে ফিরেন। এরপর চতুর্থ উইকেটে ২৩২ রানের বিশাল জুটি গড়েন বাটলার ও মালান। ১১৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন মালান। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৭টি চার।
১২৭ বলে ৭টি ছক্কা ও ৬টি চারে ১৩১ রান করে থামেন বাটলার। শেষ দিকে মঈন আলী তুলেন ঝড়, খেলেন ২৩ বলে ৪১ রানের ইনিংস। ৫০ ওভার শেষে ইংল্যান্ড পেয়েছে ৩৪৬ রানের স্কোর।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৪৮